ডার্ক মোড
Friday, 04 April 2025
ePaper   
Logo
সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হল

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হল

 রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

পহেলা এপ্রিল থেকে শুরু হলো সুন্দরবনের মধু আহরণ মৌসুম। এবার পবিত্র ঈদুল ফিতরের কারণে মৌসুমের আনুষ্ঠানিকতা হবে ৭ এপ্রিল। তবে তার আগেই ১ এপ্রিল সকালে মধু সংগ্রহে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করেছে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বনজীবী মৌয়ালদের হাতে পাশ উঠিয়ে দেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীর সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম, সিপিজির সদস্য ইসমাইল হোসেন, বনবিভাগের সদস্যবৃন্দ,বনজীবিরা প্রমুখ।বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সুত্র মতে ২০২৫ সালের মধু আহরণের লক্ষ্যমাত্রা ১৫শ কুইন্টাল ও মোম আহরণের লক্ষ্য মাত্রা ৪০০ কুইন্টাল। পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ও কোবাদক স্টেশন থেকে ৯টি পাশ সংগ্রহ করেছে মৌয়ালরা। এর মধ্যে সকালে ৪টি নৌকা সুন্দরবনে প্রবেশ করেছে।পাশ নিয়ে মধু সংগ্রহের উদ্দেশ্য গমন করা মৌয়াল ফজলুল হক বলেন, আজ ঈদের পর আনন্দের সাথে আশা নিয়ে যাচ্ছি মধু আহরণের জন্য। জানিনা আশানুরূপ মধু পাবো কিনা। অল্প জায়গায় মধু আহরণ করে আমাদের পরিবার পরিজনের ভরণপোষণ ও মহাজনের চালান ওঠানো কঠিন। তিনি আগামী দিনে অভয়ারণ্যগুলোতে মধু আহরণের অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান। মৌয়াল ফজলুল হকের মতে যে পরিমান মৌয়াল বনে যান তাদের জন্য মধু আহরণের এলাকা পর্যাপ্ত নয়। তাছাড়া অভয়ারণ্যে থেকে মধু আহরণ না করার ফলে মধু গুলো নষ্ট হয়ে যায়।সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পবিত্র ঈদুল-ফিতরের কারণে এবছর জাকজমকপূর্ণ ভাবে পহেলা এপ্রিলে মধু আহরণের উৎসব হয়নি কিন্তু সীমিত পরিসরে মধু আহরণের জন্য পাশ দেওয়া হয়েছে মৌয়াল ও বনজীবীদের।বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে আরও জানা যায় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৬৪টি পাশের মাধ্যমে ২৪৭০ জন মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করেন ১২৩৫ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩৭০.৫০ কুইন্টাল। ২০২২-২৩ অর্থ বছরে সুন্দরবন থেকে ২৯০টি পাশের মাধ্যমে ২০৪৬ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করেন ১০২৩ কুইন্টাল এবং মোম সংগ্রহ করেন ৩০৬.৯০ কুইন্টাল।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন