ডার্ক মোড
Saturday, 12 April 2025
ePaper   
Logo
ঈদে সাতক্ষীরার সীমান্তে সোনাই নদীতে ভাসলো মিলনমেলার তরী

ঈদে সাতক্ষীরার সীমান্তে সোনাই নদীতে ভাসলো মিলনমেলার তরী

 

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা 

নৌকাবাইচ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তের সোনাই নদীতে উপচে পড়ে দুই বাংলার মানুষের আনন্দ-উচ্ছ্বাস। সোনাই নদীর দু'তীরে হাজারো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে কেটে যায় একবেলা। সোমবার (৩১ মার্চ) ঈদের দিনের বিকেলটা হয়ে যায় মিলনমেলার মাহেন্দ্রক্ষণ। এপারের উল্লাসধ্বনী ওপারে আর ওপারে উল্লাসধ্বনী এপারে মিশে যায় বাতাসে। 

স্থানীয় সংবাদকর্মী অহিদুজ্জামান খোকা জানান, ঈদ আনন্দ ছড়িয়ে দিতে কলারোয়ার সীমান্তের সোনাই নদীতে সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকালে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ভারত-বাংলার দুই পাড়ের মানুষের উপস্থিতিতে পরিণত হয় মিলনমেলা। ভারতের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর বিথারিগ্রাম পঞ্চায়েতের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা। 

তিনি আরও জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবং পারস্পরিক সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে দুই দেশের সীমান্তে মানুষের ঢল নামে। ২৫ বছর পর উৎসবমুখর পরিবেশে এমন আনন্দ উপভোগ করেছেন সীমান্তের মানুষ। সীমান্ত এলাকার মানুষের উদ্ধৃতি দিয়ে অহিদুজ্জামান খোকা জানান, বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের অনেকের আত্মীয়-স্বজনের বাড়ি ভারতে আবার ভারতের অনেকের আত্মীয়-স্বজনের বাড়ি বাংলাদেশে। দেশ বিভাগের সময় তারা সীমান্তপাড়ের বাসিন্দা হওয়ায় দু'দেশের নাগরিক হয়ে যান। নৌকাবাইচকে ঘিরে তারাও এসে জড়ো হন সোনাই নদীর তীরে। প্রিয়জনদের দূর থেকে দেখে হাত নেড়ে জানান অভিবাদন। ক্ষণিকের জন্য সবাই মেতে ওঠেন ঈদ আনন্দে। ##

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন