
সাংবাদিকতা পুরো সত্য হতে হবে, আংশিক নয়: সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী
ফটিকছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা সচিব সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেছেন,
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে।
সব ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়। সাংবাদিক জাতির বিবেক। আর সাংবাদিকতা দেশ প্রেম। এটি মনে রেখে সাংবাদিকতা করতে হবে।
তিনি ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুস্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা আবদুল মাবুদ মুন্সি, সুজা উদ্দীন চৌধুরী।
বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শহিদুল আলম, এস, এম, আক্কাছ, ইকবাল হোসেন মঞ্জু, আব্দুস সাত্তার, আবু মনসুর, রফিকুল ইসলাম তালুকদার, মোহাম্মদ সেলিম, নুরুল আবছার নুরী, সালাউদ্দীন জিকু, ওবায়দুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, কামরুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম, সিরাত মনজু, জিপন উদ্দীন প্রমুখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন