
সান্তাহারে জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর জামায়াতের আয়োজনে আজ সন্ধ্যা সাত ঘটিকার সময় সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকার সময় সান্তাহার পৌর জামায়াতের আয়োজনে পৌর শাখার আমীর আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমীর হাফেজ আতোয়ার হোসেন,বগুড়া জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মিজানুর রহমান। গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা নূর মোহাম্মদ আবু তাহের।
এ সময় উপজেলা নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ফেরদৌস আলী, মাওলানা মির্জা আবুল কালাম আজাদ, মাওলানা কামরুজ্জামান, ডাঃ সামছুল হক, ইসহাক আলী, তরিকুল ইসলাম, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পোস্ট অফিস মসজিদের পেশ ইমাম ইমাম আনছারী, বিশিষ্ট ব্যাবসায়ী গোলাম মোস্তফা, অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আফতাব হোসেন, ধামাইল মাদ্রাসার সহ-সুপার কোরবান আলী, প্রদর্শক রফিকুল ইসলাম জালাল,ব্যাবসায়ী সাদেক হোসেন, খায়রুল ইসলাম, শিশু চিকিৎক আব্দুর রাব্বি নাঈমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও বগুড়া জেলা, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শাখার নয়টি ওয়ার্ডের নেতা-কর্মী, সনাতন ধর্মাবলম্বীর বেশ কিছু সুধীজন, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের পেশ ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেসার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।