ডার্ক মোড
Wednesday, 23 April 2025
ePaper   
Logo
বোয়ালখালীতে মেশিনের আঘাতে কারখানা শ্রমিকের মৃত্যু

বোয়ালখালীতে মেশিনের আঘাতে কারখানা শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 
 
 
বোয়ালখালীতে কাজ করার সময় মেশিনের আঘাতে আহত হয়ে মোঃ বেলায়েত হোসেন (৪৮) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। 
 
গতকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
 
বেলায়েত হোসেন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তাঁর ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন হেলাল বলেন, বেলায়েত হোসেন শাকপুরা মিলিটারি পুল এলাকার 'বিসমিল্লাহ ফেব্রিক্স' কারখানায় চাকুরী করতো। প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেয়। বিকেল ৩টার সময় অসাবধানতাবশত কারখানার একটি মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। এরপর চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে সন্ধ্যা ৬টার সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন