
সাংবাদিক কামাল পাশার মৃত্যুতে ডিইউজের শোক
নিজ্বস প্রতিবেদক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক কামাল পাশার মৃত্যুতে শোক জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ রাতে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন,কামাল পাশা একজন পেশাদার সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন।আজ বিকেল সাড়ে ৫টায় মারা যান কামাল পাশা। আজ শনিবার রাত
১০টায় ফেনী জেলার সোনাগাজির নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি সর্বশেষ মানবজমিন পত্রিকায় সিনিয়র সম্পাদনা সহকারি ছিলেন। এছাড়াও ভোরের পাতা, মুক্তকণ্ঠ, দৈনিক রূপালী, সাপ্তাহিক রোববার পত্রিকায় কাজ করেছেন।