ডার্ক মোড
Sunday, 27 April 2025
ePaper   
Logo
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই কর্যক্রম পরিদর্শণ ও কৃষকের সাথে মত বিনিময়

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই কর্যক্রম পরিদর্শণ ও কৃষকের সাথে মত বিনিময়

 

মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি

 মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরির্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার শ্রীধরপুরে ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেন। পরে তারা স্থানীয় কৃষকদের সাথে মতবিনিয়ম করেন। এসময় তাঁরা স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শুনেন এবং সেগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষকদের সুবিদার্থে খাল খনন করার আশ্বাস দেন। আড়িয়ল বিলের কৃষি জমির মাটি কাটা বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। শিল্প উপদেষ্টা বলেন. মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য কিছু প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলো নিয়েও আমরা আলোচনা করছি, এটা কি করা যায়। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি, সেই বরাদ্দে যেন যথাযথভাবে কাজ হয়।

এ সময় এ ধান মাড়াই কার্যক্রম ও কৃষকগণের সাথে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ শাকিল আহ্মদ, জেলা কৃষি উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত, শ্রীনগর উপজেলার কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন