ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
দোহারে প্রাণ নাশের ভয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দোহারে প্রাণ নাশের ভয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মাহবুবুর রহমান টিপু দোহার-নবাবগঞ্জ (ঢাকা)প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার সুতার পাড়া এলাকায় ২৫/৩০ জনের একটি সশস্ত্রদল প্রাণ নাশের ভয় দেখিয়ে বসতঘরসহ
জমি দখল ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার থানা সংলগ্ন বেগম আয়েশা শপিং মলের ২য় তলায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমেনা গং এ অভিযোগ করেন।

আমেনা বলেন, আমরা যাদের থাকতে দিয়েছি আজ তারা আমাদের গলারকাটা হয়ে দাড়িয়েছে। আমার বাবার পৈতৃক সম্পত্তির দখল করে আমাদেরকেই প্রাণ নাশের পরিকল্পনা করছেন।
তিনি আরোও জানান, আমার বাবা ১৯২৮ সালে সিএস মালিকের উত্তরাধিকারী মালঞ্চের কাছ থেকে ৪১৯ দাগে ১১ শতাংশ ও ইব্রাহিমের কাছ থেকে ১৯৩১ সালে ৪৮ দাগে ৭ শতাংশ সাব কবলা দলিলে জমি ক্রয় করেন। আমরা দলিল মূলে খরিদ করার পর থেকেই ভোগ দখলে আছি। কিন্তু হঠাৎ শেখ মনির ও শেখ জাহিদুল আমাদের জমি জোড় করে দখল করে গাইড ওয়াল ও কাটা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।

এঘটনায় দোহার থানায় একটি অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ মার্চ ভোরে আমার বড় বোন ঝর্ণাকে মনির গংরা মেরে আহত করে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। এরপর সাথে সাথেই আমাদের বসতঘর ও পাশের জমি দখলে নেন।

ভুক্তভোগী ঝর্ণা আক্তার জানান, আমি ডায়াবেটিসের রোগী প্রতিদিন আমাকে দুইবার ডায়াবেটিস মাপতে হয়। কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমি সুষ্ঠ তন্দন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।

এঘটনায় মনিরের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে এঘটনায় আদালতে উভয় পক্ষের মামলা চলমান ছিলো। কিন্তু আদালত মামলা খারিজ করে দেন বলে জানা যায়।

এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছিলাম।তার তদন্তে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন আবার জানতে পারলাম তাদের নাকি প্রাণ নাশের হুমকি দিচ্ছেন প্রতিপক্ষরা। আমরা এই হুমকির বিরুদ্ধে দোহার থানায় জিডি নিয়েছি। তিনি আরোও জানান যেহেতু এঘটনায় আদালতে নতুন করে দেওয়ানী মামলা দায়ের হয়েছে।তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

দোহার,ঢাকা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন