ডার্ক মোড
Friday, 02 May 2025
ePaper   
Logo
শ্যাামনগরে ফাটলকৃত বেড়ি বাঁধ পরিদর্শনে ইউএনও রণী খাতুন

শ্যাামনগরে ফাটলকৃত বেড়ি বাঁধ পরিদর্শনে ইউএনও রণী খাতুন



রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা রণী খাতুন বৃহস্পতিবার(১ মে) সকালে মুন্সিগঞ্জ ইউপির হরিনগর ফাটলকৃত বেড়ী বাঁধ পরিদর্শন করলেন।

হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়ী বাঁধে অনুমান ৫০ ফিট এলাকা জুড়ে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি সকালে ফাটলকৃত বেড়ী বাঁধটি পরিদর্শনে যান।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য জিয়াউর রহমান, হরিদাশ হালদার, দেবাশিষ গায়েন, আব্দুল জলিল, পলাশি রানী সহ অন্যান্য সদস্যবৃন্দ, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্সরেজা প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন এলাকাবাসীকে বলেন শংকিত হওয়ার কোন কারণ নাই। খুব শীঘ্র সংস্কার কাজ শুরু হবে। তিনি পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্সরেজাকে ভাঙ্গনকৃত স্থানে নতুন করে মাটি ফেলা, ব্লক বসানো সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথা বলেন।  বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন খাদ্য গুদাম সংলগ্ন বেড়ী বাঁধটি বুধবার সামান্য ফাটল দেখা যায় পর বৃহস্পতিবার সকালে ফাটল আরও বেড়ে যায়। তিনি বলেন বাঁধটি ভেঙ্গে গেলে হরিনগর, মুন্সিগঞ্জ, ছোটভেটখালী, বড়ভেটখালী, যতিন্দ্রনগর, মীরগাং, সুন্দরবনবাজার, হরিনগর বাজার, খাদ্যগুদাম এলাকা সহ অন্যান্য এলাকা চুনকুড়ি নদীর লবন পানিতে প্লাবিত হবে।উল্লেখ্য যে, মুন্সিগঞ্জ ইউপির সিংহড়তলী গ্রামে গত কয়েকদিন আগে চুনকুড়ি নদীর বেড়ী বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশের চেষ্টা করলেও তিন স্তরের রিং বাঁধ দিয়ে পানি বন্ধ করা হয়। বর্তমানে সিংহড়তলী ভাঙ্গনকৃত স্থানে সংস্কার কাজ চলমান রয়েছে।
ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ ফাটলকৃত বেড়ী বাঁধ পরিদর্শনে ইউএনও রণী খাতুন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন