ডার্ক মোড
Friday, 02 May 2025
ePaper   
Logo
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু

মিঠুন পাল গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা
 
পটুয়াখালীর গলাচিপায় বিদু্যুৎস্পৃষ্টে জহির সরদার (৪৮) নামে এক মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুল হক সরদারের ছেলে।
নিহতের স্বজন মো. কামাল জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে বাড়ির পাশের অন্য ঘর থেকে বিদ্যুতের লাইন টেনে নিজ ঘরে আনার সময় জহির সরদার বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন