
শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্প্রতিবার দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন কমিটি শিবগঞ্জের আয়োজনে কয়েক হাজার শ্রমিকের অংশগ্রহণে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বিসিক পরিচালক মীর শাহে আলম। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মাষ্টার হারুনুর রশিদ, বুলবুল ইসলাম, আব্দুল করিম, উপজেলা যুবদল নেতা খালিদ হাসান আরমান, ছাত্রদল নেতা মীর শাকরুল আলম সীমান্ত প্রমুখ।
অপরদিকে শিবগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলালউদ্দিন, জামায়েত নেতা আব্দুল হালিম বিপ্লব, আবুল কালাম আজাদ শিহাব, কাজী মাসুদ চৌধুরী, ফারুক হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা শ্রমিকদল, শিবগঞ্জ গৃহ-নির্মাণ শ্রমিক উপ-পরিষদ, কুলি শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক বিশ্রামাগারসহ বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন