ডার্ক মোড
Friday, 02 May 2025
ePaper   
Logo
দোহারে ঢাকা জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমিটি গঠনে মিষ্ঠি বিতরন

দোহারে ঢাকা জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের কমিটি গঠনে মিষ্ঠি বিতরন


মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা) 

প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম ঢাকা জেলার কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি পদে
মো. মোল্লা মনির ও সিনিয়র সহ—সভাপতি পদে আব্দুল জলিল সওদাগর ও সাধারন—সম্পাদক পদে মো.কোরবান আলীকে নির্বাচিত করা হয়েছে।
ঢাকা জেলার কমিটিতে ৩ উপদেষ্ঠাসহ ৫৮ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে সভাপতি ও সিনিয়র সহ—সভাপতি ২ জনই দোহার উপজেলার
সুতারপাড়া গ্রামের প্রবাসী সন্তান। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মঙ্গলবার বিকালে উপজেলার সুতারপাড়া হলের বাজারে আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত রয়েছেন মোল্লা মনির ও জলিল সওদাগর। ঢাকা জেলায় এমন দুটি গুরুত্বপূর্ণ পদ
পাওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে স্থানীয় ও কর্মিদের মাঝে।অনুষ্ঠানে দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভার তার বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকারের আমলে বিএনপি’র ডাকা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে কাজ করছে ঢাকা জেলাজাতীয়তাবাদী প্রবাসী ফোরাম। এছাড়াও অসহায়দের সহযোগিতা, প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানান মূখী কর্মকান্ড করে যাচ্ছে। 
উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ—সভাপতি সিদ্দিকুর রহমান রাজু, সাবেক সুতারপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ—সভাপতিদিদার সওদাগর, যুবদল নেতা কবির হোসেন, আপন চোকদার, ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায় সফি শিকদার, ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সালাউদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহ—সভাপতি মনির খান, ছাত্রদল নেতা মারুফ সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন