ডার্ক মোড
Friday, 02 May 2025
ePaper   
Logo
গোটা পৃথিবী হিংসা-প্রতিহিংসা ও হানাহানিতে বিভক্ত: মির্জা ফখরুল

গোটা পৃথিবী হিংসা-প্রতিহিংসা ও হানাহানিতে বিভক্ত: মির্জা ফখরুল

জানে আলম,ঠাকুরগাঁও
 

গোটা পৃথিবী বিভক্ত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হিংসা, প্রতিহিংসা, হানাহানি গোটা পৃথিবীময় চলছে। এটা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে মানুষে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করা ও মানুষে মানুষের মধ্যে নতুন করে বেঁচে থাকার জন্য একটা নতুন সমাজ গড়ে তোলা।’বুধবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।মির্জা ফখরুল বলেন, ‘একাত্তরের স্বাধীনতা যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে, সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র।’তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে অনেক দিন বঞ্চিত ছিলাম। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলে-মেয়েরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ করে দিয়েছে। যেখানে সত্যিকার অর্থে আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।’

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন