
লোহাগড়ায় সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর শেখ হত্যা মামলার দুই আসামি আটক
শরিফুল ইসলাম লোহাগড়া, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুফের সংঘর্ষে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর শেখ হত্যা মামলার দুই আসামি কে আটক করেছে র্যাব—৬ যশোরের সদস্যরা। রোববার (৬এপ্রিল) গভীর রাতে যশোরের বকচর বৌবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের রোস্তম মোল্যা
ছেলে জাকারিয়া মোল্যা ও মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম হোসেন। র্যাব ৬ যশোরের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন,আটককৃতদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি)মোঃ আশিকুর রহমান সোমবার
(৭এপ্রিল) দুপুরে বলেন, র্যাব—৬ যশোরের সদস্যরা সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর শেখ হত্যা মামলার দুই আসামি কে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে । উল্লেখ্য লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৩১মার্চ বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মনিরুল জমাদ্দার পক্ষের সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্বা আকবর শেখ কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের
লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।