ডার্ক মোড
Sunday, 19 October 2025
ePaper   
Logo
মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত

 

 

আসাদুজ্জামান সজীব

 

বাংলাদেশের দক্ষিন অঞ্চলের পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী উপজেলা মির্জাগঞ্জের সকল শ্রেনীর মানুষের কল্যাণে, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতি, নৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গত এক যুগ ধরে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে মানবিক ও উন্নয়ন সংস্থা মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন।

 

রাষ্ট্রের জাতীয় পর্যায়ে গুরত্বপূর্ন দায়িত্ব পালনের পাশাপাশি অত্র ফাউন্ডেশনের গ্রহীত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করেছেন সেসব গুনিজন, সেই মহান কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

শুক্রবার সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সন্মানিত সদস্য ড. মোহাম্মাদ আইয়ুব মিয়া, প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের পাইওনিয়ার কলোরেক্টাল সার্জন প্রফেসর ডা. একেএম ফজলুল হক।

 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের  প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতি. আইজিপি গাজী জসিম উদ্দীন, ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন শিপার, আল মানারাত হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. সুলতান আহম্মেদ, সাবেক সচিব ড. আনোয়ার উল্লাহ (এফসিএম), বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি সৈয়দ মাহবুব হোসেন, পুলিশ সুপার মোরশেদ রুমি, দেশবন্ধু গ্রপের এমডি গোলাম রহমান, এসিআই লিমিটেডের উপ. নির্বাহী পরিচালক বশির গোলদার, দেশবন্ধু গ্রপের সিইও ইদ্রিসুর রহমান, জয় গ্রুপের এমডি মুজিবুর রহমান শামীম, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজিবী মাহবুব হোসেন,  সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজিবী আব্দুস সালাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এর সাধারণ সম্পাদক জওহার ইকবাল খান, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, যুগ্ন সাধারণ সম্পাদক সুসান্ত শাহা, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, সদস্য এস এম শাহজাদা শাহাদাতসহ বিভিন্ন মন্ত্রলায়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সচিব, অতি. সচিব, যুগ্ম সচিব, অতি. আইজিপি, ডিআইজি, এসপি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাগন ও বিশিষ্টি সমাজসেবকগন।

 

অনুষ্ঠানে বক্তারা মির্জাগঞ্জের অবহেলিত মানুষের পাশে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে থাকার জন্য মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সকলকে ধন্যবাদ জানান। মির্জাগঞ্জের অবহেলিত মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীর তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা বিগত প্রায় ১২ বছর ধরে মির্জাগঞ্জের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী প্রকল্পের আওতায় প্রায় কয়েকশো অটো রিক্সা ও কয়েকশো ছাগল বিতরণ করেছি তারা সকলেই এখন স্বাবলম্বী । আগামীতে এর থেকেও বৃহৎ পরিকল্পনা আমাদের রয়েছে। তাই সমাজের সকল বৃত্তবানদের এগিয়ে আসার অহবান জানাচ্ছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন