ডার্ক মোড
Sunday, 19 October 2025
ePaper   
Logo
নিঝুমদ্বীপ সী-বিচে বালু উত্তোলন, সাবেক দুই ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিঝুমদ্বীপ সী-বিচে বালু উত্তোলন, সাবেক দুই ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

 





সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
নোয়াখালীর হাতিয়ার পর্যটনকেন্দ্র নিঝুমদ্বীপ সী-বিচ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউপি সদস্যসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে হাতিয়া থানায় এ মামলা দায়ের করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভুমি কর্মকর্তা মো. হুমায়ুন কবির।




মামলায় আসামি করা হয়েছে নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার ও বিলুপ্ত কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাবেক মেম্বার ও একই কমিটির সহ-সভাপতি সাহেদ উদ্দিনসহ আরও চারজনকে। স্থানীয় সূত্রে জানা যায়, আসামিদের সবাই স্থানীয় রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি।




প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার সংলগ্ন সী-বিচ থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী গ্রুপ। উত্তোলিত বালু পাওয়ার টিলারের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল।



প্রথমদিকে প্রশাসন বাধা দিলেও তারা তা উপেক্ষা করে অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে থাকে। পরে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এরপরই মামলাটি দায়ের করা হয়।




এ বিষয়ে আসামি সাহেদ উদ্দিন মেম্বার দাবি করেন, “আমি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। পরিকল্পিতভাবে আমাকে মামলায় আসামি করা হয়েছে। প্রকৃত অপরাধীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।



হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন,
“হাতিয়ার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করা হলেও প্রশাসন কঠোরভাবে তা প্রতিহত করেছে। 



বিশেষ করে নিঝুমদ্বীপের মতো পর্যটন এলাকায় সী-বিচ থেকে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। ইতোমধ্যে মামলা হয়েছে, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন