ডার্ক মোড
Sunday, 16 March 2025
ePaper   
Logo
মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ

মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃত্তিতে মাগুরার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিবৃতে নেতৃবৃন্দ বলেন, শিশু আছিয়ার ধর্ষণকারী এবং সহযোগীতাকারীদের বিচারের মাধ্যমে দেশের ইতিহাসে এমন দৃষ্ঠান্ত স্থাপন করা হোক যাতে এ ধরণের জঘন্ন অপরাধ করতে কেউ সাহস না পায়।

দীর্ঘদিন ধরে দেশে বিচারহীনতা এবং বিচারে দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক হস্তক্ষেপ ইত্যাদি কারণে বিচার ব্যবস্থা ধ্বংসাবশেষ জায়গায় চলে গিয়েছে, নির্মম ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত মৃত্যুদন্ডের রায় দেওয়ার মাধমে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা অর্জন করার সুযোগ হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন