
ধর্ষণ বিরোধী মিছিলে অংশগ্রহণ করা ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ : ৫দলীয় বাম জোট
নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ বিরোধী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবীতে মিছিলে অংশগ্রহণ করা ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ দলীয় বাম জোট এর নেতৃবৃন্দ। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশব্যাপী অব্যাহত খুন ও ধর্ষণ এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকার। উপরন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা র বক্তব্য ধর্ষক দের উৎসাহিত করছে। ধর্ষণ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেই। এমন পরিস্থিতিতে রাজধানীর ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা র অপসারণ ও ধর্ষণ রোধে মিছিল সহকারে স্বরাষ্ট্র মন্ত্রনালয় অভিমুখে রওনা দিলে পুলিশ মিছিলে হামলা করে। শিক্ষার্থীদের মিছিলে অংশগ্রহণ কারীদের লাঠিচার্জ করে। ধর্ষণ রোধে কার্যকর উদ্যোগ না নিলেও ধর্ষণ বিরোধী মিছিলে অংশগ্রহণ করা ছাত্রদের লাঠিচার্জ করে। উপরন্তু ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন এর ১২ ছাত্র নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০/৮০ জনের নামে মামলা দায়ের করেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবী করেন।