বড়াইগ্রামে বাসের চাপায় বিএনপি কর্মী নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের চাপায় শফিকুল ইসলাম (৪২) নামে স্থানীয় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার আহমেদপুর গ্রামের মৃত জনাব সরকারের পুত্র। তিনি স্থানীয় সাবেক আওয়ামী লীগ এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারির বিরুদ্ধে দায়েরকৃত বাড়ি ভাংচুর মামলার বাদি ছিলেন।
এলাকাবাসী জানান, বৃহষ্পতিবার দিবাগত রাত আটটার দিকে শফিকুল ইসলাম উপজেলার আহমেদপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনায় পতিত হন। নাটোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বেশ কিছু সময় সড়কটি অবরোধ করে রাখে। পরে ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক বাসটি আটক করে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বড়াইগ্রামে জাতীয় যুব দিবস উদযাপন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটিতে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ এবং গাছের চারা বিতরণ করা হয়। গত শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং পরিচালানা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, দ্বারিখৈর যুব সংঘের সভাপতি মোঃ জুয়েল রানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংঘের সদস্য ও স্থানীয় সুধীজনেরা। সভার শেষ প্রান্তে ১৪ জন যুব সদস্যর মাঝে নয় লক্ষ ৮০ হাজার টাকা ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ এবং গাছের চারা বিতরণ করা হয়।