ডার্ক মোড
Saturday, 02 November 2024
ePaper   
Logo
বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান নাটোরের বড়াইগ্রামের ‘বনপাড়া খ্রিস্টান কো—অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.’এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

শুক্রবার সকালে এ উপলক্ষে বনপাড়া লুর্দের রানী মা মারীয়া চার্চে বিশেষ খ্রিস্টযাগ ও পরে ক্রেডিট ভবনের সেন্ট লু্ইস গঞ্জাগা হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সেক্রেটারী পদ্মিনী কস্তা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বনপাড়া খ্রিস্টান ধর্মপল্লীর প্রধান পাল—পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ সমবায়ী নেতা গাব্রিয়েল কস্তা, ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সেন্টু পল কস্তা ও অন্যান্যদের মধ্যে সন্ধ্যা পিরিছ, আব্রাহাম ক্রুশ, জন কোড়াইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ক্রেডিট ইউনিয়নের জেনারেল সেক্রেটারী শান্ত পালমা, ম্যানেজার কাজল রোজারিও, প্রাক্তন জেনারেল সেক্রেটারী সমীর পালমা, ট্রেজারার সুবীর গ্রেগরী সহ পরিচালক বোর্ডের সদস্যগণ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন