
বাউফলে সাংবাদিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মাহফিল
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টি(এন সি পি) আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ,আহত জুলাই যোদ্ধা এবং সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা । বাউফল প্রেস ক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, বাউফল মহিলা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অহিদুজ্জামান ,সহিদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশাররফ হোসেন।
আরো বক্তব্য রাখেন, সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন