ডার্ক মোড
Wednesday, 02 April 2025
ePaper   
Logo
সিলেটের  চার গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

সিলেটের চার গ্রামে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত

 
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যাুরো:
 
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে তাল মিলিয়ে
সিলেটের  সুনামগঞ্জের  জেলার তাহিরপুর ঊপজেলার  চার গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত   হয় রোববার সকাল দশটায়।   
প্রত্যেক গ্রামে প্রতিটি জামায়াতে শতাধিকের উপর মুসল্লীগণ অংশ গ্রহন করেন।উপজেলার উওর বড়দল ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  এতে ইমামতি করেন  আমতৈল জামে স্থানীয়  মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী তাজুল ইসলাম।একই ভাবে উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরানঘাট, রজনীলাইন, দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়াসহ উপজেলার ওই চার গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্যরা ঈদুল ফিতরের জামাত আদায় করেন। 
ঈদ উদযাপনকারী উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জা কিল দরবার শরীফের’ অনুসারী তারা। 
তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করেন। তবে ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম  উপজেলার আমতৈল সহ চার গ্রামের  ঈদের জামাত  পালনের বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন