ডার্ক মোড
Wednesday, 02 April 2025
ePaper   
Logo
সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

 

শাহীন আহমেদ
ভেদরগঞ্জ প্রতিনিধি!

শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলটি সখিপুর মাঠে অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুরনো স্মৃতিচারণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদ্যালয়ের উন্নতি, শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা তোফায়েল আহমেদ সরদার জানান, ভবিষ্যতেও প্রাক্তন শিক্ষার্থীদের এমন মিলনমেলা ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজনের উদ্যোক্তা মুনতাসির আহমেদ জানান, এই ধরনের উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করবে।

সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ফাইজুল ইসলাম সরদার, ইমরান বেপারি, নিহাদ সরদার, অনিক মাদবরকে।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও আরও ব্যাপক পরিসরে করার পরিকল্পনার কথা আয়োজকরা ব্যক্ত করেছেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন