
বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগমের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
নীলফামারী সংবাদদাতা
বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনসাধারণ সরকারের একজন এজেন্ট ও বিভিন্ন তথ্য আদান-প্রদানের শিক্ষিকা মনোয়ারা বেগমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনৈতিকতা, বৈষম্য এবং বিভিন্ন ফ্যাসিস্ট কার্যকলাপের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করেন।সাধারণ শিক্ষার্থীরা বলেন, এই অবৈধ প্রধান শিক্ষিকাকে যদি দ্রুত অপসারণ না করা হয় তাহলে আমরা আর কোনো শিক্ষার্থীকে এখানে ভর্তি করাব না। কারণ মনোয়ারা ম্যাডাম বিভিন্ন ফাঁদে ফেলে আমাদের কাছ থেকে ৫০০/১০০০/১০০০ টাকা করে নেয়, টাকার হিসাব দিতে পারে না এবং উপবৃত্তির টাকা হাতিয়ে নিয়েছে এবং বিভিন্ন সময়ে নিয়োগ-বাণিজ্যে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এবং অভিভাবকদের মতে আমাদের ছেলে-মেয়েদের এখানে উচ্চ শিক্ষার জন্য, ভালো মানের শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে দেখি সেই শিক্ষিকা ক্লাসে ঠিকমতো আসে না, খোঁজখবর রাখে না, বেলি আসে বেলি শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করে।শুধু তাই নয়, মনোয়ারা ম্যাডাম একজন সেই প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক, যদি তাকে এখান থেকে অপসারণ না করা হয়, তাহলে আমরা আমাদের সন্তানদের পাঠাব না কারণ একজন দুর্নীতিবাজ, প্রতারক প্রধান শিক্ষিকা দুর্নীতি, দুর্নীতি, এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চালিয়ে সঠিক শিক্ষা দিবেন না।এ বিষয়ে সচেতন মহল বলেন, যেখানে এতো অভিযোগ, সেখানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত অভিযোগ করছে, অভিযোগগুলো সত্য বলেই ধরে নেওয়া হচ্ছে। তাই আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষিকা মনোয়ারাকে এখান থেকে অপসারণ করা হোক।এ বিষয়ে জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সারাদিন শিক্ষার্থীরা বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের সামনে স্লোগান দেয়: এক দাবি, এক দফা - প্রধান শিক্ষিকার অপসারণ।