ডার্ক মোড
Sunday, 16 March 2025
ePaper   
Logo
পুঠিয়ায় পেঁয়াজের কদম চাষের বাড়ছে কৃষকের আগ্রহ

পুঠিয়ায় পেঁয়াজের কদম চাষের বাড়ছে কৃষকের আগ্রহ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পেঁয়াজের কদমের (বীজ) চাষ। দাম ভালো ও লাভজনক হওয়ায় কৃষকরা পেঁয়াজের কদমের বীজ চাষে আগ্রহ বেড়েছে। যার ফলে গত বছরের তুলনায় পেঁয়াজ বীজের চাষ বেড়েছে এই বছরে। তবে এই উপজেলায় কৃষি জমিতে পুকুর খনন হওয়ায় কমেছে পেঁয়াজ চাষের জমির পরিমাণ। এবার অনেক কৃষকরা পেঁয়াজ চাষের পাশাপাশি পেঁয়াজের কদম বীজের চাষ শুরু করেছে।

কৃষি অফিসের তথ্য মতে, বিগত বছরে আবাদের পরিমাণ ছিল ৭০ হেক্টর। চলতি বছরে পেঁয়াজের কদম চাষের লক্ষ্যমাত্রা ছিলো ৮০ হেক্টর। এই উপজেলায় পেঁয়াজের কদমে চাষ হয়েছে ৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি পেঁয়াজ কদমের চাষ হয়েছে শিলমাড়িয়া, ভাল্লুক গাছি ও জিউপাড়া ইউনিয়নে। একাধিক কৃষকরা জানান, যে সকল জমিতে পেঁয়াজের আবাদ হতো তার বেশিরভাগ জমি এখন পুকুরে পরিণত হয়েছে। যার কারণে অনেক কৃষকরা পেঁয়াজ কদমের চাষ করতে পারেনি।

মোঃ জয়নাল আবেদীন জানান , কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ উৎপাদন করতেছে আমিসহ আমাদের এই এলাকায় অনেকেই আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ফলন বিঘা প্রতি ১২০ কেজি ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী। উপজেলা কৃষি বিভাগের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি।

এছাড়াও তারাও সর্বক্ষণ আমাদের পরামর্শ দিচ্ছেন কখন কোন ঔষুধ প্রয়োগ করতে হয়। এবং পরামর্শ প্রদান করে যাচ্ছে হাত পরাগায়নের মাধ্যমেও যেন পলিনেশন ঠিক থাকে এ ব্যাপারে তাদেরকে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, গতবছরের তুলনায় এই বছরে পেঁয়াজের আবাদ বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের বীজ রোপণের পূর্বে অধিক দামে কৃষকদের বীজ ক্রয় করতে হয়েছে তাই এবছর কৃষকেরা অধিক পরিমানে বীজ উৎপাদনের লক্ষ্যে পেঁয়াজের কদম চাষ করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যায় পেঁয়াজের বীজ উপজেলার চাহিদা পূরণ করেও অন্য উপজেলা বা জেলায় বীজ বিক্রি করতে সক্ষম হবে। মাঠ পর্যায়ে উপজেলা কৃষি অফিস বীজ উৎপাদনে সার্বিক কারিগরি সহায়তা প্রদান করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন