ডার্ক মোড
Thursday, 17 April 2025
ePaper   
Logo
পিরোজপুরে ১০১ ধরনের দেশীয় ফল ও পিঠায় বর্ষবরণ

পিরোজপুরে ১০১ ধরনের দেশীয় ফল ও পিঠায় বর্ষবরণ

 পিরোজপুর প্রতিনিধি:

 

পিরোজপুরে বর্ণিল আয়োজনে ১০১ ধরনের দেশীয় ফল ও পিঠা দিয়ে বর্ষবরণ করা হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরাম এর আয়োজনে এ উৎসব পালন করা হয়। ‎এ অনুষ্ঠানে অংশ নিতে লাল, সবুজ, কমলা ও হলুদসহ নানা রঙের পোশাকে সেজেছেন সবাই। পুরুষেরা পাঞ্জাবি, নারীরা শাড়ি মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস - সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ব্যতিক্রম এ আয়োজনে অংশগ্রহণ করে শিশু-কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।‎বর্ষবরণ উপলক্ষে পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠাসহ ২৫ ধরনের পিঠা, কয়েক জাতের কলা, আনারস, পেপে, পেচি গাব, ডুমুর ফল, কাঠাল, চালতা, আতা, সফেদা, বেতফল, টকফলসহ ৪৫ ধরনের ফল, চমচম, রসগোল্লা, রসমালাই, কালজামসহ ২০ ধরনের মিষ্টান্ন, বেলের রস, তালের রস, খেজুরের রস সহ ১১ ধরনের শরবতের পসরা সাজিয়ে বসেছে আয়োজকরা।দেশীয় সংস্কৃতির অংশ হিসেবে মাটির বাসন নিয়ে অতিথিরা তাদের পছন্দের খাবার বেছে নিচ্ছেন এবং নির্দিষ্ট আসনে বসে এসব ফল, পিঠা - পুলি ও মিষ্টান্ন খাচ্ছেন।বর্ষবরণে বাঙালি আপ্যায়ন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।‎বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, আমরা একটি ভিন্ন আঙ্গিকে এবছর বাংলা নববর্ষ উদযাপন করেছি। আপামর বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য ১০১ ধরনের বাঙালির ঐতিহ্যবাহী খাবার দিয়ে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে এ উৎসব পালন করেছি।প্রতিবছর আমরা এমন ব্যতিক্রম আয়োজন করতে চাই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন