
দেবীগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
অবিনাশ চন্দ্র রায়,দেবীগঞ্জ(পঞ্চগড়)
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ডাক্তারপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে মোনায়েম হোসেন ও দেবীগঞ্জ পৌরশহরের মৃত গোলাম মোস্তফার ছেলে জহির উদ্দিন।
দেবীগঞ্জ থানা সূত্র জানায়,রবিবার(১১ মে)দিবাগত রাত ১টার পর গোপন সংবাদের প্রেক্ষিতে দেবীগঞ্জ থানার এসআই জামিউর ইসলাম ও রবিউল ইসলাম পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন।
এই সময় মোনায়েম হোসেন ও জহির উদ্দিনকে মাদক সেবনের অভিযোগে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এবং নিজেদের অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাদের প্রত্যেককে ছয় মাস কারাদন্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন,আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন