ডার্ক মোড
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
বাউফলে তালগাছ থেকে পরে এক যুবকের মৃত্যু

বাউফলে তালগাছ থেকে পরে এক যুবকের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে পানির তাল পারতে যেয়ে তালগাছ থেকে পরে যেয়ে সোহাণ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরের দিকে পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসার এণকায় এ ঘটনা ঘটেছে। নিহত সোহাণ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার জমাদ্দারের ছেলে।


জানা গেছে,টাকার বিনিময় বিভিন্ন জনের গাছ থেকে পানি তাল,নারিকেল পেরে থাকেন। সে মোতোবেক সোহাণ সোমবার দুপুরের দিকে পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর


মাদ্রাসারসোমবার দুপুরের দিকে পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসার সংলগ্ন তাল গাছ থেকে পানি তাল পারার জন্য গাছে উঠলে তাল গাছ থেকে পরে যান তিনি।
স্থাণীয় আহত অবস্থায় সোহাণকে বাউফল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বাউফল উপজেলা হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার নুরজাহান বলেন, নিহত সোহাণের মাথায় গুরুত্বের আঘাতের চিহ্ন ছিল। মস্তিকে অতিরিক্ত রক্তক্ষনের জন্য মৃত্যু হয়েছে। 

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন,এব্যাপারে একটি অপমৃত্যু হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন