
দক্ষিণ সখিপুর আনু সরকার কান্দি শুক্কুর হাওলাদের বাড়ীতে আ*গুন লেগে ৩ টি ঘর পুড়ে ছাই
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
দক্ষিণ সখিপুরের আনু সরকার কান্দি এলাকার শুক্কুর হাওলাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার আনুমানিক বিকাল ৪ টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে স্থানীয়রা জানান, প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহত না হলেও, শুক্কুর হাওলা ও তাঁর পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শুক্কুর হাওলাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এছাড়া, স্থানীয়রা মানবিক সহায়তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন