ডার্ক মোড
Friday, 18 April 2025
ePaper   
Logo
তাড়াইলে নানান আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠিত

তাড়াইলে নানান আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠিত

 

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের তাড়াইলে নানান আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ বিদ্যানিকেতন মাঠ থেকে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা সদর বাজার, থানা মোড়, গোরস্থান মার্কেট, মাদ্রাসা মার্কেট হয়ে পূনরায় উপজেলা বিদ্যানিকেতন মাঠে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু বকর সিদ্দিকী  বলেন- বাংলা নববর্ষ বাঙালির প্রণের উৎসব, আজকের এই দিবস উদযাপনের জন্য আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি যেমন: র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন স্টলে হস্তশিল্প প্রদর্শনী ইত্যাদি।

 এসময় আরও উপস্থিত ছিলেন- তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: সাব্বির রহমান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বি: সম্পাদক ও আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোঃ সামির হোসেন সাকি,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, তাড়াইল থানার এস.আই লুৎফুরহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার অমিত পন্ডিত পাল, উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: তাইজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন