
সাতক্ষীরায় ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি :
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা শেষে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ১৪ ই এপ্রিল সকাল ৭ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ মুহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি সদস্য এডভোকেট সৈয়দ ইফতেখার আলী,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। পরে সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বর্ষবরণে বিগত বছরের জরাকে দূরে ঠেলে আজ বাংলাভাষীদের স্বপ্ন দেখার দিন, নতুন আলোয় অবগাহনের দিন, আনন্দে মেতে উঠারও দিন। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় বাংলাদেশের ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। এ দেশের মানুষ আওয়ামী লীগের ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছে প্রায় ১৬ বছর। এ সময়ে আনন্দ, উচ্ছ্বাস আর ভাবের প্রকাশ করতে হয়েছে পুরোপুরি নিয়ন্ত্রিত এক পরিবেশে। ফ্যাসিবাদী সরকারের মর্জিমতো। বাঁধভাঙা উল্লাসে সবাই তখন ভাসতে পারেনি। সেই ফ্যাসিবাদের নাগপাশ কাটিয়ে এ বছর এক মুক্ত আবহে, মুক্ত বাতাসে বাঙালির জীবনে এসেছে পহেলা বৈশাখ। আর তাই বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করতে আজ লাখো মানুষ ঘরের বাইরে ছুটবে। সাতক্ষীরাসহ সারা দেশে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করছে। বঙ্গাব্দ ১৪৩১-এর আনন্দ-বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে নতুন পথচলা শুরু হচ্ছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন