
বাউফলে সেনাবাহিনীর অভিযানে ২৫ লাখ টাকাসহ স্বর্ণালংঙ্কার উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় সাগর হোসেন (৪৩) নামে এক চিহ্নিত এক মাদক কারবারির বসত ঘরে সেনাবাহিনী অভিযান চালিয়ে নগদ ২৫ লাখ টাকা,গাঁজা ও স্বর্নালঙ্কার উদ্ধার করেছে। রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সাগর ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার দেলোয়ার হোসেনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গোপন সুত্রে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম সাগরকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাসায় অভিযান চালায়। এসময় সাগর বাসায় ছিলেন না। পরে সাগরের বাসায় তল্লাশি চালিয়ে ষ্টিলের আলমিরার গোপন ড্রায়ার থেকে নগদ ২৫ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা,একই ড্রায়ার থেকে ২ ভরির বেশি
(২৬গ্রাম) স্বর্নালংকার,রান্না ঘরের চুলার পাশের মাটির গর্তের ভেতর থেকে ২৬ গ্রাম গাঁজা,গাঁজা মাপার মিটার এবং ৩টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে। সাগরের বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামাল হোসেন বলেন,সাগরের নামে মাদক আইনে মামলা দিয়ে পটুয়াখালী কোটে প্রেরন করা হয়েছে। টাকার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।