ডার্ক মোড
Thursday, 08 May 2025
ePaper   
Logo
জামালপুরে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারদন্ড

জামালপুরে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারদন্ড


 জামালপুর সংবাদদাতা


জামালপুরে শিশু ধর্ষক জিয়াউল হককে যাবজ্জীবন কারদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ডাদেশ প্রদান করেন।  ৫ মে দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো: শহিদুল ইসলাম এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার  জিয়াউল হক তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর দেয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 
 
এই ঘটনায়  শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। গত ২০২২ সালের ১৪ আগষ্ট আদালতে অভিযোগ গঠিত হয়। মলায় সাত জন স্বাক্ষীর সাক্ষের ভিত্তিতে সন্দেহাতীতভাবে দোষি প্রমানিত হওয়ায় জিয়াউল হকের বিরুদ্বে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জিয়াউল দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে।
 
  রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার। 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন