ডার্ক মোড
Saturday, 10 May 2025
ePaper   
Logo
ওয়াবদারহাট বাজারে উচ্ছেদ, ভাঙল ১১৩টি দোকান

ওয়াবদারহাট বাজারে উচ্ছেদ, ভাঙল ১১৩টি দোকান

 
গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে ১১৩টি দোকান ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
 
পানি উন্নয়ন বোর্ড জানায়, আমতলী ইউনিয়নের গচাপাড়া মৌজার ৬৫ নম্বর দাগে অধিগ্রহণকৃত সাড়ে ১১ একর জমিতে অবৈধভাবে নির্মিত পাকা ও আধা-পাকা ১১৩টি দোকান উচ্ছেদ করা হয়েছে। চারটি বুলডোজার ব্যবহার করে এসব অবকাঠামো ভেঙে ফেলা হয়।
 
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা পুনর্বাসনের দাবি জানিয়ে বলেন, এই উচ্ছেদ অভিযানে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা চাই, সরকার যেন পুনর্বাসনের ব্যবস্থা নেয়।
 
স্থানীয়রা জানান,১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ওয়াবদারহাট বাজারটি ছিল আশপাশের প্রায় ১০টি গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একমাত্র উৎস। বাজার উচ্ছেদে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে।
 
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে,সরকারি জমিতে অবৈধ দখলদারিত্ব রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন