ডার্ক মোড
Saturday, 10 May 2025
ePaper   
Logo
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে বাড়ছে গণজমায়েত

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে বাড়ছে গণজমায়েত

স্টাফ রিপোর্টার

টানা দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকালে শাহবাগে ব্যাপক জনসমাগম হয়েছে। এদিন শাহবাগ মোড় ও জাতীয় জাদুঘরের আশপাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন। 

এর ফলে বাংলামোটর, আজিজ সুপার মার্কেট এবং মৎস্য ভবন মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শুক্রবার (৯ মে) বিকাল ৩টায় শুরু হওয়া এই বিক্ষোভ শনিবার আরও জোরদার হয়েছে। বিক্ষোভকারীদের আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে এবং প্ল্যাকার্ড হাতে দেখা যায়।

বিক্ষোভকারীদের দাবি— আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের দলগত বিচার অন্তর্ভুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা।

বিক্ষোভে অংশ নেওয়া মানিক হোসেন নামে একজন বলেন, ‘জুলাইয়ে যারা এত মানুষ মেরেছে, তাদের ব্যান করা উচিত। এই আন্দোলনকে সমর্থন করতেই আমি এখানে এসেছি।’

পল্টন থেকে আগত রিফাত নামে আরেকজন বলেন, ‘এই আন্দোলন এখন শুধু ছাত্রদের নয়, আমাদের সবার।’ রাস্তা অবরোধে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘ভালো কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়।’

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল শাখার প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ তাদের তিন দফা দাবির পক্ষে গণসমাবেশের ঘোষণা দেন।

শুক্রবার বিকাল ৪টা ৪০মিনিটে বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন এবং জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন