
২৩ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে জবি
জবি সংবাদদাতা
গ্রীষ্মকালীন ও আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে এ বছর টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ছুটি থাকবে।
এ ছাড়া, ছুটির শুরু ও শেষে শুক্র ও শনিবার থাকায় সবমিলিয়ে ২৩ দিন বন্ধ পাচ্ছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ জুন (বুধবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবার অন্তর্গত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি চালু থাকবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন