ডার্ক মোড
Wednesday, 28 May 2025
ePaper   
Logo
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯৭ শতাংশ: বিবিএস-এর সাময়িক হিসাব

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৯৭ শতাংশ: বিবিএস-এর সাময়িক হিসাব

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ (২৭ মে) প্রকাশিত সাময়িক হিসাবে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৯৭ শতাংশ।

 

বিবিএস-এর সাময়িক হিসাবে দেখা যায়, এ সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৭৯ শতাংশ, শিল্প খাতে ৪.৩৪ শতাংশ এবং সেবা খাতে ৪.৫ ১শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রতি মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ২ হাজার ৭৩৮ ডলার থেকে কিছুটা বেশি।

বিবিএস-এর তথ্যে আরও বলা হয়েছে, গত অর্থবছরের তুলনায় বিনিয়োগ কমেছে ১.৩২ শতাংশ পয়েন্ট, দেশীয় সঞ্চয় কমেছে ০.৭১ শতাংশ পয়েন্ট, তবে জাতীয় সঞ্চয় বেড়েছে ০.৫৯ শতাংশ পয়েন্ট।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন