ডার্ক মোড
Friday, 30 May 2025
ePaper   
Logo
ঈদুল আযহা উপলক্ষে আয়মা রসুলপুর ইউনিয়নে ১,১৯৭ গরীব অসহায়ের মাঝে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে আয়মা রসুলপুর ইউনিয়নে ১,১৯৭ গরীব অসহায়ের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মোঃ মনোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)-

ঈদুল আযহা উপলক্ষে গরীব ও অসহায় মানুষের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নে ১,১৯৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খায়রুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হুদা এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য তহমিনা বেগম।

এই সময় নেতৃবৃন্দ বলেন, “সরকারের এই উদ্যোগের ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা ঈদের আনন্দে কিছুটা হলেও শরিক হতে পারবেন। আমরা চাই সকল যোগ্য ব্যক্তি এই সহায়তা যেন সঠিকভাবে পায়।”

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের নিজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে এলাকার অসহায় ও দরিদ্র জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন