
নয়াদিল্লী থেকে ফেরার পথে আঁধার কার্ডধারী সহ তিন বাংলাদেশি নাগরিক আটক
সিলেট ব্যুরো
ভারতের নয়াদিল্লী থেকে মেঘালয়ের সীমান্ত পথে ফেরার পথে আঁধার কার্ডধারী সহ তিন বাংলাদেশি নাগরিক আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
বুধবার তাদেরকে মামলা দায়ের পূর্বক সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলা সদরের ফতুল্লার শামছু মিয়ার ছেলে দুলাল মিয়া ওরফে অহনা (তৃতীয় লীঙ্গ), একই জেলার বন্দর উপজেলার বন্দর আবাসিক এলাকার আনসার আলীর ছেলে জীবন ওরফে রাত্রী (তৃতীয় লিঙ্গ), খেলু মিয়ার ছেলে লিটন মিয়া ওরফে পায়েল (তৃতীয় লিঙ্গ), ব্রাম্মণ বাড়িয়া জেলা শহরের মধ্যপাড়ার খেলু মিয়ার ছেলে লিটন মিয়া ওরফে পায়েল (তৃতীয় লিঙ্গ)।
বুধবার সন্ধায় বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, বুধবার দোয়রাবাজারের পেপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় থেকে ওই তিন নাগরিক (তৃতীয় লিঙ্গ) বাংলাদেশে প্রবেশ করলে পেকপাড়া বিওপির বিজিবি টহল দল তাদেরকে আটক করে। আটককৃকদের দুজনের হেফাজতে ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
বিজিবির প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃতরা জানায়, ভারতের নয়াদিল্লীতে গত ৭ থেকে ৮ বছর ধরে বসবাস করছিলেন তারা। সেখানে নাচ-গান করেই জীবিকা নির্বাহ করতেন (তৃতীয় লিঙ্গ) তিন নাগরিক।