ডার্ক মোড
Wednesday, 28 May 2025
ePaper   
Logo
কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে, সচিবালয়ে বিক্ষোভ এক দিনের জন্য স্থগিত

কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে, সচিবালয়ে বিক্ষোভ এক দিনের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিল করার বিষয়ে কর্মচারী যে দাবি জানিয়ে আসছেন, তা আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এ অবস্থায় আন্দোলন কর্মসূচি আগামীকাল এক দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।

 

আজ মঙ্গলবার দুপুরের পর সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিবের সঙ্গে আন্দোলনকারী কর্মচারী নেতারা বৈঠক করেন।

বৈঠকে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরা হবে বলে জানানো হয়। পরে আন্দোলনরত কর্মচারীরা আগামীকাল বুধবারের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে ভূমিসচিব সাংবাদিকদের বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার জন্য তিনিসহ কয়েকজন সচিবকে আজ সকালে মন্ত্রিপরিষদ সচিব দায়িত্ব দেন। সে অনুযায়ী আজ তারা আন্দোলনকারীদের কথা শুনেছেন। তাদের কথা আগামীকাল সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবকে তারা জানাবেন। এ অবস্থায় কর্মচারীরা আগামীকাল কোনো কর্মসূচি করবেন না।

বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. বাদিউল কবির বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করা পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি বন্ধ রাখব। তবে দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে আবার আন্দোলন চলবে।

সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

পাশাপাশি কর্মচারীদের আন্দোলন থেকে সরিয়ে আনতে এ বৈঠকের সিদ্ধান্ত হয়। 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানানো হয়েছে ভূমি সচিবের দপ্তর থেকে। 

এ বিষয়ে কর্মচারীদের নেতা বাদিউল কবীর বলেন, 'সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসু আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব।'

এর আগে কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হবে। 

কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব ও আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের তিনজন প্রতিনিধিকে রাখা হবে।

সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আন্দোলনরত কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন খবর প্রকাশের পর এ কমিটি গঠন ও সচিবদের সাথে বৈঠকের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন