ডার্ক মোড
Monday, 28 July 2025
ePaper   
Logo
স্বরূপকাঠিতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের স্বরুপকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল জনশক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) স্বরূপকাঠি ফেরিঘাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-০২ আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।

সভার সভাপতিত্ব করেন উপজেলা আমীর জননেতা মাওলানা আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সম্মানিত জেলা আমীর জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, এবং জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ডঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আল-আমিন সবুজসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শামীম সাঈদী বলেন, আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। তিনি আরো বলেন গত এক বছর আগে আমরা জুম মিটিংয়ে কথা বলেছিলাম, কিন্তু আজ এতো সংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে প্রকাশ্যে কথা বলতে পেরে মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি। নেছারাবাদ একটি প্রত্যন্ত অঞ্চল, এখানে বিভিন্ন পাকা রাস্তা ও ব্রিজের প্রয়োজন রয়েছে। আপনারা প্রত্যেক ইউনিয়ন থেকে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন