ডার্ক মোড
Monday, 28 July 2025
ePaper   
Logo
সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে কুয়াকাটা সমুদ্র সৈকত লন্ডভন্ড

সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে কুয়াকাটা সমুদ্র সৈকত লন্ডভন্ড

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

অমাবস্যার জো' ও নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার দু'দফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের বিক্ষুব্ধ ঢেউয়ের আঘাতে এমন অবস্থার সৃষ্টি হয়। সৈকতের ঝাউ বাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ৩০ মিটার ভেঙ্গে ওই গ্রামে পানি প্রবেশ করেছে। এদিকে ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এছাড়া দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক্ষয়ে মাটির স্তর বেরিয়ে এসেছে। 

এদিকে দু'দফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেঁড়িবাধের বাইরের নিম্নাঞ্চল। ভাঙ্গা বেঁড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে উপজেলার গ্রামাঞ্চল। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তবে মৎস্য খাতে ঠিক কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত জরুরী ভিত্তিতে সংস্কার করা না হলে সরকারি, বেসরকারি কোন স্হাপনা থাকবেনা। ভবিষ্যতে সৈকতে স্হায়ী প্রতিরোধ মুলক ব্যবস্হা না নিলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়বে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন