
মঠবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ জুলাই) বিকেলে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিনেশ চন্দ্র মজুমদার, অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন, ভেটেনারী সার্জন ডা. এ বি এম জুনায়েদ রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা.ফেরদৌস ইসলাম, উপাধ্যাক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহম্মেদ। শেষে উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদরাসাসহ মোট ৬৮ জন কৃতি শিক্ষার্থীকে ফুল দিযে বরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন