ডার্ক মোড
Tuesday, 06 May 2025
ePaper   
Logo
সিলেটে সড়কপথে  এপ্রিল মাসে প্রাণ গেল ৩০ জনের

সিলেটে সড়কপথে এপ্রিল মাসে প্রাণ গেল ৩০ জনের

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যাুরো

সিলেটের সড়কপথে এপ্রিল মাসে 30 জনের প্রাণ হারির ঘটনার  বিষয়ে  প্রতিবেদন দিয়েছে  নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সিলেট বিভাগীয় কমিটি। 

মূলত অসাবধানতার কারণেই শোক দুর্ঘটনা বেড়ে চলেছে  এবং করছে প্রাণহানীর মতো ঘটনা। অনেকেই মোটর যান ও যানবাহন  টাকার জোরে ক্রয় করে  ব্যবহার করছেন ইচ্ছেমতো । প্রশিক্ষণ বিহীন যান চলাচল  ব্যবহারের কারণেই দুর্ঘটনা বেড়েই চলেছে। ট্রাফিক বিভাগ  প্রকৃত লাইসেন্স  চেক করার উপর গুরুত্ব আরোপ না করে  কিছু কিছু ক্ষেত্রে  দেখে ও না দেখার ভান  আবার অন্য ক্ষেত্রে  মামলা দিয়েই  দায়সারা ভাব দেখানোর কারণে  লাইসেন্স বা প্রশিক্ষণের উপর  নজর দিচ্ছে না কেউই। যার ফলে এসব প্রাণহানী।

জানাযায়, মার্চ মাস থেকে এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রানহানি কিছুটা বেড়েছে।সিলেট বিভাগএপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৩০ জনের প্রানহানি ঘটেছে।এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।রবিবার (৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।এপ্রিল মাসে সিলেট জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী ও ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন, এসময় ১১ জন চালক নিহত হয়েছেন। এছাড়া এপ্রিল মাসে নিহত ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।উল্লেখ্য, মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন