ডার্ক মোড
Tuesday, 06 May 2025
ePaper   
Logo
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ককে অব্যহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ককে অব্যহতি

 

 
পিরোজপুর প্রতিনিধি
 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহম্মেদ সজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যহতি দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।
 
রবিবার (৪ মে) পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. আবু নাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ইমরান আহম্মেদ সজিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যহতি করা হলো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের ০১ নং যুগ্ম-আহব্বায়ক আব্দুল্লাহ আল জুবায়েরকে আহব্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। রবিবার (৪ মে) এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি।
 
পিরোজপুর জেলা ছাত্রদের সভাপতি হাসান আল মামুন বলেন, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান আহমেদ সজীবকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন