
কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
আজ শুক্রবার( ২৫ শে জুলাই) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাটে জনসাধারণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফটের বিতরণ ও দলীয় কার্যালয় উদ্বোধন শেষে পরে হাতিয়া ইউনিয়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল খালেক ফারুক।
এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, মৎস্যজীবীদলের আহবায়ক আজাদুন্নবী শামীম , কুড়িগ্রাম জেলা শাখার কৃষকদলের সদস্য সচিব খন্দকার রোকনুজ্জামান রুকু, কুড়িগ্রাম জেলা শাখার তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উলিপুর উপজেলার কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান সরকার রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদসহ জেলা ও উপজেলার এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় আব্দুল খালেক ফারুক বলেন বিএনপি গণমানুষের দল এবং গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে।
আগামীতে এয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে জনসাধারণ শহীদ জিয়াউর রহমান আর্দশকে বুকে লালন করে সবাই বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন