ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
ইমরান খানের আপিল প্রক্রিয়া বানচালের অভিযোগ আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে

ইমরান খানের আপিল প্রক্রিয়া বানচালের অভিযোগ আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে

বিশ্বসংবাদ ডেস্ক 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলীমা খান আদিয়ালা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে তার ভাইয়ের আইনি সহায়তা প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার অভিযোগ এনেছেন। এ বিষয়ে তিনি ইসলামাবাদ হাইকোর্টে সংবিধানের ১৯৯ অনুচ্ছেদের অধীনে একটি রিট আবেদন দায়ের করেছেন।

শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।

আবেদনে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ও ডেপুটি সুপারিনটেনডেন্টকে বিবাদী করা হয়েছে। তাতে বলা হয়, ইমরান খানের আইনজীবীদের ১০ দিন আগে জমা দেওয়া পাওয়ার অব অ্যাটর্নি (পিওএ) নথিপত্র এখনো ফেরত দেওয়া হয়নি। এই নথিপত্র সুপ্রিম কোর্টে জামিন বাতিলের বিরুদ্ধে আপিল করার জন্য অপরিহার্য।

আবেদনে অভিযোগ করা হয়, চারজন জ্যেষ্ঠ আইনজীবীর একাধিক অনুরোধ সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বা আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এমন বিলম্ব ইচ্ছাকৃত, অসাংবিধানিক এবং রাজনৈতিক প্রতিহিংসা প্রসূত বলে দাবি করা হয়। এতে ইমরান খানের আইনি প্রতিনিধিত্বের সাংবিধানিক অধিকার (অনুচ্ছেদ ৪, ৯, ১০এ) লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ।

আলীমা খান আদালতের কাছে অনুরোধ করেছেন, যেন জেল কর্তৃপক্ষকে দ্রুত ইমরান খানের স্বাক্ষরের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়, যাতে সুপ্রিম কোর্টে আপিলের সময়সীমা শেষ হওয়ার আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

শিবলি ফারাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এদিকে, লাহোরের একটি আদালত পিটিআই সিনেটর শিবলি ফারাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০২৩ সালের মার্চে তোশাখানা মামলায় আদালতে হাজির না হওয়ায় ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।

ওই সময় ইমরান খানকে গ্রেফতারে ব্যর্থ হয়ে ইসলামাবাদ পুলিশ রেসকোর্স থানায় একটি এফআইআর দায়ের করে। তাতে বলা হয়, ইমরান খান, শিবলি ফারাজ ও আরও ১৫০ জন পিটিআই কর্মী পুলিশকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাদের দায়িত্ব পালনে বাধা দেন।

 

শুক্রবার বিচারিক ম্যাজিস্ট্রেট সোহাইল রফিক লিখিত আদেশে বলেন, ফারাজ আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। ইমরান খানকেও ৩০ জুলাই এ মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুরেশির জামিন বাড়ল

অন্যদিকে, পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশির বিরুদ্ধে ৯ মে’র সহিংসতার সঙ্গে যুক্ত সাতটি মামলায় অন্তর্বর্তীকালীন আগাম জামিন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আরশাদ জাভেদ পাঁচ মামলার শুনানি শেষে জামিন বাড়ানোর আদেশ দেন। বাকি দুই মামলায় বিচারক মনজর আলী গিল পরবর্তী শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন।

সবগুলো মামলাই কুরেশির গ্রেফতার-পূর্বে দায়ের করা হয়েছিল। তার গ্রেফতারের পর জামিন বাতিল হলেও, লাহোর হাইকোর্টের আদেশে তা পুনরায় কার্যকর হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন