ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

 

 

 
মোঃ লাভলু শেখ লালমনিরহাট 
 
লালমনিরহাটে মাদক ব্যবসায়ী মোঃ মহুবর রহমান নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন, আদালত। 
 
লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার  ২৪ জুলাই লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী ওই মাদক ব্যবসায়ীর সাজা প্রদান করেছেন। 
মামলার বর্ণনায় জানা যায়, 
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ মহুবর রহমান (৫৫) মাদক ব্যবসা করতেন।  তাকে পুলিশ ১৫০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করছিলো।  মামলাটি  স্বাক্ষী প্রমান শেষে। ওই দিন দুপুরে ওই আসামীর সাজা প্রদান করা হয়েছে। 
 কারাদ্বন্ড সেসন মামলা নং- ৫২৭/২০, জিআর নং-৪৬/১৯ (কালীঃ)
ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির ১৩(গ)/৪১এর অপরাধ রাষ্ট্রপক্ষ  প্রমাণ করতে সক্ষম হওয়ায এজাহার নামীয়  আসামী কে  যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০,০০০/- ( পন্চাশ হাজার) টাকা অর্থদণ্ডে এবং অর্থদণ্ড পরিশোধ  ব্যর্থতায় ৬ মাস সশ্রম কারাদণ্ড  প্রদান করেন,  বিজ্ঞ আদালত।  উক্ত আসামীর নামে সাজা পরোয়ানা  ইস্যু করেন ও জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। 
                                                                                                                              
উপরোক্ত সাজাপ্রাপ্ত আসামীর AFIS গ্রহণ শেষে দন্ড পরোয়ানা এবং C/W মুলে পুলিশ এসকর্ট এর মাধ্যমে জেলা কারাগার, লালমনিরহাটে প্রেরণ করা হয়েছে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন