ডার্ক মোড
Sunday, 18 May 2025
ePaper   
Logo
সাবেক ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব এমপি সহ মোট ৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সাবেক ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব এমপি সহ মোট ৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা

 

 সৌমিত্র সুমন,পায়রা বন্দর (পটুয়াখালী)
 
পটুয়াখালী কলাপাড়া থানায় দায়ের করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া চৌকি আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ হোসেন বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান মুহিব সহ মোট ৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন। 
 
শুক্রবার সরেজমিনে গেলে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. মজিবুর রহমান টোটন জানান, আগামী ১৯ জুন তারিখ তদন্ত রিপোর্ট প্রাপ্তির জন্য দিন ধার্য আছে। অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পুরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার কলাপাড়া খানার স্মারক নম্বর ১৫৭১, তারিখ ১২/০৫/২০২৫ খ্রিস্টাব্দ মূলে আদালতে হাজির হয়ে মামলার এজাহারনামীয় ৯ জন আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দানের প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তার আবেদন সহ মামলার নথি পর্যালোচনা করে আদালত অত্র মামলার পলাতক আসামি সাবেক দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সহ অনান্য আসামীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করে। অত্র মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র আদেশ বলবৎ থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
 
আদেশের অনুলিপি ও সদয় অবগতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট,পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ কে আদেশের কপি দেয়া হয়েছে।
 
পটুয়াখালী কলাপাড়া বিএনপি অফিস ভাংচুর অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় কলাপাড়া ১৮ আগস্ট ২০২৪ সালে মামলাটি দায়ের করা হয়। মামলার অনান্য আসামীরা হচ্ছেন কলাপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালে তালুকদার, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, কলাপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মোঃ শাহ আলম ও মোঃ কাওসার পারভেজ।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন