ডার্ক মোড
Sunday, 18 May 2025
ePaper   
Logo
আরএমপির উদ্যোগে পুনরায় এক হলো ভাঙা সংসার

আরএমপির উদ্যোগে পুনরায় এক হলো ভাঙা সংসার

রাজশাহী ব্যুরো

 রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সাবিনা ইয়াসমিনের সক্রিয় হস্তক্ষেপে পুনরায় একত্রিত হয়েছে একটি ভাঙা সংসার।

গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে এক নারী (ভিকটিম-৪৫/০৫/২০২৫) লিখিত অভিযোগে জানান, পাঁচ বছর আগে তার বিয়ে হয় এবং দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান জন্ম নেয়।

তবে বিয়ের পর থেকেই স্বামী এবং শাশুড়ি, বড় ননদ ও ছোট ননদের দ্বারা তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

১৮ এপ্রিল ২০২৫ তারিখে একটি পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তাকে তালাক দেওয়ার হুমকি দেন এবং পরবর্তীতে আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন।

এরপর তিনি ভিকটিমকে তার বাবার বাড়িতে রেখে যান এবং আর কোনো খোঁজখবর নেননি। এমনকি সন্তানদের ভরণপোষণের দায়িত্বও নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরিস্থিতি মোকাবিলায় ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ভিকটিম রাজশাহীর পারিবারিক আদালতের মাধ্যমে ভিকটিম সাপোর্ট সেন্টারে এসে তার জবানবন্দি প্রদান করেন।
পরবর্তীতে ১৭ মে ২০২৫ তারিখে জনাব সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি সমঝোতা আলোচনার আয়োজন করা হয়।

আলোচনায় স্বামী-স্ত্রী উভয়েই সংসার টিকিয়ে রাখার গুরুত্ব, সন্তানের ভবিষ্যৎ এবং পারিবারিক দায়িত্ব সম্পর্কে অবগত হন। তাদের মধ্যে পুনরায় সংসার শুরু করার লক্ষ্যে একটি লিখিত অঙ্গীকারনামাও সম্পাদিত হয়।মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জনে নিরলস পরিশ্রম করে চলেছেন ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তারা।

আরএমপির উদ্যোগে পুনরায় এক হলো ভাঙা সংসার

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন